বাগেরহাটের পটভূমি:-
বাংলাদেশের দক্ষিণ প্রান্তে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলা ভূমি সুন্দরবনের পাদপীঠে ভৈরব নদীর বুকে জেগে উঠা দ্বীপ বাগেরহাট। 314.46 বর্গ কিঃমিঃ, 2,57,273 জন জনসংখ্যার 10 টি ইউনিয়ন ও 1 টি পৌরসভা নিয়ে বাগেরহাট উপজেলা। বাগেরহাটের নামকরণের ঐতিহাসিক ভিত্তি ও উদ্দেশ্য সম্পর্কে তেমন কোন প্রামান্য তথ্য পাওয়া যায় নাই। বাগেরহাট এলাকাটি বাগ-বাগিচা পূর্ণ, তাই এর নাম বাগেরহাট। আবার অনেকের মতে সুন্দরবন খুব কাছেই হওয়ায় এখানে প্রায়ই বাঘের উৎপাত হতো, তাই এর নাম হয়েছিল বাগেরহাট। আর এই বাগেরহাট শহরের নাম হয় বাগেরহাট। 1842 সালে বাগেরহাটে পুলিশ স্টেশন স্থাপিত হয়। পরে 1984 সালে উপজেলায় আপগ্রেট হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস