বাগেরহাট জেলার কচুয়া উপজেলা একটি গ্রাম অধ্যুষিত এলাকা। এ এলাকার প্রধান খেলা হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি। এখানে প্রতিদিন বিকালে খেলার মাঠ ফুটবল খেলা হয়। এখানকার এলাকার জনগন বিকালে ফুটবল খেলা উপভোগ করেন।
অত্র এলাকায় বিনোদন করার মত তেমন ভাল যায়গা নেই বললে চলে। তবে কচুয়া বাজার ব্রিজ সঙলগ্ন এলাকায় লোকজন বিকালে বিনোদন করে। এবঙ টেঙরাখালী নতুন ব্রীজের কাজ শেষ হলে সেখানেো বিনোদন করার মত একটা পরিবেশ সৃষ্টি হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস